When turned on automatically changes
the theme color on reload.
When turned on automatically changes
the theme color every 5 sec.
উদাহরণ ২ঃ
ক্রেতার ক্ষেত্রেঃ আপনি রংপুরে আছেন কিন্তু চট্টগ্রাম থেকে একটা পুরাতন ল্যাপটপ কিনতে চাচ্ছেন এডমিন ডিলের (Admin Deal) মাধ্যমে। সেক্ষেত্রে আপনার সময়, অর্থ, পণ্য নিরাপদ থাকছে। কারণ, পণ্য ক্রয়ের পূর্বে আপনার এবং বিক্রেতার মধ্যে যা কথোপোকথন বা ছবি আদান-প্রদান হয়েছে, আমাদের ওয়েবসাইট বা অ্যাপসের মাধ্যমে তা আমাদের কাছে প্রমাণ হিসাবে থাকছে এবং বিক্রেতার পরিচয় নিশ্চিত হওয়ার পরও প্রডাক্টটি আমাদের ওয়েবসাইট বা আপসে আপলোড করার পারমিশন দিয়েছি।
আপনি পণ্যটি এডমিন ডিলের মাধ্যমে ক্রয় করার কারণে কোনো আইনি ঝুঁকি থাকছে না। সঠিক পণ্য, সঠিক মান পাচ্ছেন এবং সারা বাংলাদেশের মধ্য থেকে পণ্য ক্রয় করতে পারছেন।
বিক্রেতার ক্ষেত্রেঃ আপনি আপনার ল্যাপটপটি পুরো দেশের অসংখ্য ক্রেতার কাছে তু্লে ধরতে পারলেন। ফলে তা সঠিক দামে বিক্রি করতে পারছেন। আপনার পেমেন্ট নিয়েও কোনো ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে না। এছাড়া আরও অনেক সুবিধা তো থাকছেই।
উদাহরণ ৩ঃ
ক্রেতার ক্ষেত্রেঃ ধরুন, আপনি কোনো ডিজিটাল পণ্য যেমন Wordpress Theme কিনবেন বা কাস্টমাইজ করাবেন, অন্য কোনো মার্কেটপ্লেস থেকে বা সরাসরি কিনলে নানা ঝুঁকির মধ্যে থাকছেন। যেমন: ঐ থিমটি নাল বা অন্য কোনো ঝামেলা থাকতে পারে; বা ঐ ডেভলপার আপনার রিকুয়ামেন্ট অনুসারে কাজ না করেই পেমেন্ট নিয়ে চলে যেতে পারে। কিন্তু আপনি যদি এডমিন ডিলের (Admin Deal) মাধ্যমে লেনদেন করেন, তাহলে আপনি বিক্রেতার কমিটমেন্ট অনুযায়ী অরিজিনাল থিম বা সঠিক কাজটি বুঝে পাচ্ছেন। যদি কোনো কারণে বিক্রেতার কমিটমেন্ট ভঙ্গ হয়, তাহলে রিপোর্ট করার মাধ্যমে আপনার পেমেন্ট ফেরত পাবেন।
বিক্রেতার ক্ষেত্রেঃ যদি অন্য কোনো মার্কেটপ্লেসে বা সরাসরি আপনি অরিজিনাল থিম বা কাস্টমাইজের সার্ভিসটি দিয়ে থাকেন, তাহলে ক্রেতা অনেক
উপরের উদাহরণের মতো আরও হাজার হাজার সার্ভিস পেতে পারেন এডমিন ডিলের মাধ্যমে।
এখানে উল্লেখ্য যে, আপনি যদি ছোট বা মাঝারি মানের সেলার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য নতুন ওয়েবসাইট, অ্যাপস বা মার্কেটিংয়ে অনেক খরচ করতে হতে পারে। কিন্তু আমরা আপনাকে বিনা খরচে সেই প্লাটফর্মটি দিচ্ছি। আর ক্রেতারা পেয়ে যাবেন হাজার হাজার সেলার এবং লক্ষ পণ্যের মধ্যে সেরা পণ্যটি।
◾এডমিন ডিল (Admin Deal) কাদের জন্য ?
এক কথায় বলতে গেলে "সঠিক, স্বচ্ছ এবং বাস্তব সম্মত ক্রেতা ও বিক্রেতার জন্যই এডমিন ডিল।" আমাদের মনে রাখতে হবে, আমরা স্বচ্ছ হলে তবেই স্বচ্ছ হবে দেশ।
আপনি যদি সেলার নাও হন, তবুও আপনার ব্যবহৃত পণ্য সেল করার জন্য কাস্টমার ড্যাশবোর্ড থেকেই ক্লাসিফাইড অপশন থেকে পোস্ট করতে পারবেন।
যেকোনো সেলার সকল ফিজিক্যাল প্রডাক্ট, ডিজিটাল প্রডাক্ট, হোলসেল প্রডাক্ট, অপশন বা নিলামে পণ্য বিক্রয় করতে পারবেন।
মোটকথা, প্রতিটি মানুষের জন্য এডমিন ডিল (Admin Deal)
◾এডমিন ডিলের নতুনত্ব কী?
এডমিন ডিলের প্রতিষ্ঠাতা এমন একটি টিম করেছেন যেখানে একেক জন একেক সেক্টর থেকে এসেছেন। যেমন: ২ জন MERN Stack Developer, ১ জন Cyber Security Expert, ২ জন Flutter App Developer, ১ জন সাবেক বিক্রয় ব্যবস্হাপক, ১ জন IT Expert, ২ জন Digital Marketer Expert, ২ জন SEO Specialist. আমরা সবাই সচেতন যে, এই কাজটি কীভাবে করতে হবে এবং ব্যবহারকারীগণ এটা কীভাবে ব্যবহার করতে সক্ষম হবে। কোন সেক্টরের কোন সামগ্রী রাখা যায় এবং বাংলাদেশর মানুষের ই-কমার্সের প্রতি বিশ্বাস ও আস্হা ফিরিয়ে আনা যায়।
মোটকথা, আমরা বাংলাদেশের মানুষকে কীভাবে বিশ্বাস এবং আস্থার সাথে অনলাইন কেনাকাটায় আরও আগ্রহী করে তোলা যায়, সেই বিষয় নিয়ে কাজ করছি।
আমরা শুধু ক্রেতা-বিক্রেতার নিরাপদ ক্রয় বা বিক্রয় নিশ্চিত করি না, ক্রেতা-বিক্রেতার সুসম্পর্ক গড়তে সাহায্য করি। ছোট-বড় সকল উদ্যোক্তাকে এমন একটা প্লাটফর্ম প্রদান করি যেন বিনা খরচে তারা ব্যবসা পরিচালনা করতে পারে।
আমরা সিস্টেম বদলাতে আসিনি, আমরা নিরাপদ ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে এসেছি।
◾আপনি কেন এডমিন ডিলের সাথে যুক্ত হবেন?
আমরা বাংলাদেশের ই-কমার্স সেক্টরে অনেক দিন থেকেই দেখছি একটা না একটা সমস্যা লেগেই আছে। যেমন: পণ্যের মান, ডেলিভারী, রিফান্ডসহ আরও অনেক কিছু। আমরা সেই সকল সমস্যা দূর করার জন্যই নতুন পরিকল্পনা নিয়ে এসেছি। সকল ক্রেতাই আমাদের কাছে সমানভাবে মূল্যবান ও গুরুত্বপূর্ণ। সকল ক্রেতাকে বিশ্বাস আর আস্থার সাথে সাঠিক পণ্য, গুণগত মান, সঠিক সময়ে ডেলিভারি প্রদানই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
সেই সাথে সকল বিক্রেতারদেরকে বিনামূল্যে এমন একটি প্লাটফর্ম প্রদান করা যেন এক প্লাটফর্ম থেকেই তারা সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারে।
যদি আপনি চান যে, আপনার সকল পণ্য ক্রয় বা বিক্রয় বিশ্বাস, সততা এবং আস্থার সাথে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে সম্পূর্ণ করতে, তাহলে এডমিন ডিল (Admin Deal) আপনার জন্য।
আপনি যা কিছু ক্রয় বা বিক্রয় করুন না কেন, সঠিক সময়ে ডেলিভারি নিশ্চিত করাটা জরুরী।
Sorry, we detected that you have activated Ad-Blocker.
Please consider supporting us by disabling your Ad-Blocker, it helps us in developing this Website.
Thank you!